ফরিদপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ. কে. আজাদ নিজস্ব প্রতিষ্ঠান হামিম গ্রুপের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করেছেন।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডিক্রিরচর ইউনিয়নে এক হাজার পরিবারের মাঝে এবং ফরিদপুর পৌরসভার ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ডে ছয় শত শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করেন।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য এ.কে. আজাদ বলেন, সন্ত্রাসের কাছে ফরিদপুরের মানুষ এতোদিন ছিল অসহায়ের মতো। নানা প্রতিকুল পরিবেশের মধ্যেদিয়ে আপনারা আমাকে বিপুল ভোটে জয়ি করেছেন। এ বিজয় আমার একার না, এ বিজয় আপনাদের সকলের।
তিনি আরো বলেন, আমি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নের কাজ ইতি মধ্যে শুরু করেছি। আপনাদের যে স্বপ্ন আমি দেখিয়েছি, সেই স্বপ্ন আমি পুরণ করবো।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং এ. কে. আজাদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিপুল ঘোষ। তিনি এ সময় তার বক্তব্য বলে, নির্বাচনে আমাদের বিজয়ের পরেই ফরিদপুর শহরে শান্তির বার্তা বইছে। চাঁদাবাজ, ছিনতাইকারীরা ঘরে ফিরে গেছে। ফরিদপুর শহরের বেইলী ব্রীজটি দখলমুক্ত হয়েছে।
পৌরসভার ১৭ নং ওয়ার্ডের রেল স্টেশন বাজারে ওয়ার্ড কাউন্সিলর জলিল শেখের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির এবং ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুজ্জামান মিলন পাল, ডিক্রিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুর রহমান ফজল প্রমুখ।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: