ফরিদপুর সুপার মার্কেট থেকে চৌরঙ্গী মসজিদ পযর্ন্ত রাস্তাটি যানজটমুক্ত চায় জনগণ

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ১৪ জানুয়ারী ২০২৪, ১৯:৫০

ফরিদপুর সুপার মার্কেট থেকে চৌরঙ্গী মসজিদ পযর্ন্ত রাস্তাটি যানজটমুক্ত চায় জনগণ

ফরিদপুর শহরের প্রান কেন্দ্র সুপার মার্কেট ও চৌরঙ্গী মসজিদ পযর্ন্ত রাস্তাটি যানজট মুক্ত চায় শহর বাসি।

এই রাস্তাটির দুই পাশে আছে জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল হার্ডফাউন্ডেশন হাসপাতাল, সৌদি বাংলা হাসপাতাল ও লাইফ কেয়ার হাসপাতাল। তবে অনেক বছর পৃর্ব থেকেই জাহেদ শিশু হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে এবং এদের গাড়ি রাখার পাকিং ব্যবস্থা ও আছে।
কিন্তু বাকি তিনটি হাসপাতালের গাড়ি রাখার কোন ব‍্যবস্তা নেই। যার কারনে সকাল থেকে রাত পযর্ন্ত জানজট লেগেই থাকে। এই রাস্তার পাশ দিয়ে কয়েকটি স্কুলে যাতায়াত করতে
হয়। প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। এ বিষয়ে ফরিদপুর পৌরসভা সহ প্রশাসনের কোন থাকা ব‍্যাথা নেই ।


এলাকাবাসী ও সাধারণ জনগনের দাবি, রাস্তা টি জানজট মুক্ত করে দেওয়ার জন‍্য। সামসুল আলম,
কামাল হোসেন, আব্দুল হাই, সাব্বির, জনি নামে ব‍্যাক্তিরা দাবি জানান, মাননীয় সাংসদ একে আজাদ সাহেব এ বিষয়টি নিয়ে যেন গুরুত্ব দেন যেভাবে বেইলী ব্রিজটি জানজট মুক্ত করেছেন।

 

তারা আরো জানান, জাহেদ মেমোরিয়াল শিশু
হাসপাতালটির দীর্ঘ দিন সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বতর্মান সংসদ একে আজাদ সাহেব।

সেলিম, অজয় ও তানভীর নামে ব‍্যাক্তিরা সংসদ সদস্যর প্রতি দাবি জানিয়ে বলেন, তিনটি হাসপাতালের গাড়ি রাখার ব‍্যবস্থা না করে কিভাবে হাসপাতাল চালু করলো? আমাদের জোড়ালো দাবি মাননীয় সংসদ সদস্য জনস্বার্থে বিষয় গুলো গুরুত্ব দিয়ে দেখবেন এবং ব‍্যবস্তা গ্রহন করবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর