শেরপুর-২ আসনের ষষ্ঠবারের মতো নির্বাচিত সংসদ সদস্য সাবেক কৃষিমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদের সংসদ উপনেতা নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সমাজকল্যাণ সম্পাদক নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকাস্থ মতিয়া চৌধুরীর বাসভবনে উপজেলা পরিষদের পক্ষে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
জানা যায়, বুধবার আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ শেষে অনুষ্ঠিত দলটির সংসদীয় দলের প্রথম সভায় শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়। একাদশে জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদেও উপনেতা নির্বাচিত করা হয়।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: