কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গেট থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ৭ কেজি ৯০০গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ।
আটককৃত আসামি মো: আকুল মিয়া (৩৫)। সে পার্শ্ববর্তী উপজেলা রৌমারীর চর লাঠিডাঙ্গা গ্রামের মোঃ জহর আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, ১২ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৭ঃ৩০ টায় রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমানের দিকনির্দেশনায় এসআই মো: ওয়াসিম বিল্লাহ ও তাঁর টিম রাজিবপুর থানাধীন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে এক ব্যক্তি গাঁজা সহ অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশের ঐ টিম সকাল ৭ঃ৩০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি আকুল মিয়া কে আটক করে। এসময় আটককৃত আসামির কাছ থেকে ৭ কেজি ৯০০গ্রাম গাঁজা উদ্ধার হয়।
আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে। আটককৃত আসামি বর্তমানে রাজিবপুর থানা হাজতে আছে।
এ বিষয়ে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ বলেন,
মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে জেল হাজতে প্রেরণ করা হবে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: