গারো পাহাড়ি এলাকায় জেঁকে বসা তীব্র শীতে শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার উদ্যোগে শীতার্ত দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে পৌরশহরের আড়াইয়ানী বাজারস্থ জেবা প্লাজায় ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য হারুন অর রশীদ, উম্মে কুলসুম ও জেলা যুব মৈত্রীর আহবায়ক রাজু আহমেদ প্রমুখ। পরে অতিথিরা ১৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করেন।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: