দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে প্রতিদ্বন্দ্বি করে পাঁচ জন প্রার্থীর মধ্যে তিন জন প্রার্থী জামানত হারিয়েছেন।
তারা হলেন: জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম রব্বানী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত ছড়ি প্রতীকের প্রার্থী আহমদ শফী ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আফতাব উদ্দিন।
সোমবার বিকেলে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
কলমাকান্দার সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কোন প্রার্থী যদি কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ না পান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এই আসনে ৪ লাখ ১৮ হাজার ১৮৯ জন ভোটারের মধ্যে ১ লাখ ৮৯ হাজার ২৬৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তারমধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোশতাক আহমেদ রুহী ১ লাখ ৫৯ হাজার ১৯ ভোট পেয়ে বেসরকারীভাবে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ভোট পেয়েছেন ২৫ হাজার ২১৯, লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম রব্বানী ভোট পেয়েছেন ২ হাজার ৯৮৩, ছড়ি প্রতীকের প্রার্থী আহমদ শফী ভোট পেয়েছেন ৫৭৫ ও ঈগল প্রতীকের প্রার্থী মো. আফতাব উদ্দিন পেয়েছেন ৩৬১ ভোট। বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৬৬২ ভোট।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: