নেত্রকোনা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী  মোশতাক আহমেদ রুহী বিজয়ী 

রাজেশ গৌড় | ৮ জানুয়ারী ২০২৪, ১১:৫১

নেত্রকোনা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী  মোশতাক আহমেদ রুহী বিজয়ী 
নেত্রকোনা -১ (কলমাকান্দা -দুর্গাপুর ) আসনে বেসরকারিভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী  মোশতাক আহমেদ রুহী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
 
রোববার রাতে দুই উপজেলার সহকারী রিটানিং অফিসার  আসাদুজ্জামান ও মো. আরিফুল ইসলাম প্রিন্স স্বাক্ষরিত ফলাফল শিট থেকে এ তথ্য জানা যায়৷ 
 
জানা গেছে, কলমাকান্দা  উপজেলার ৬৩ টি ভোট কেন্দ্রের ফলাফলে নৌকা পেয়েছেন ৮৯ হাজার ৯২৩ ভোট। তার নিকটতম  ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার পেয়েছেন ৫ হাজার ৮৪৭ ভোট।
 
অপরদিকে দুর্গাপুর  উপজেলার ৬১ কেন্দ্রের ফলাফলে নৌকা পেয়েছে ৬৯ হাজার ৯৬ ভোট ও ঈগল পেয়েছে ১৯ হাজার ৩৭২১ ভোট। 
 
এ ছাড়াও এ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে গোলাম রব্বানী পেয়েছেন ২ হাজার ৪০৮ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এর প্রার্থী আহমেদ শফী ছড়ি প্রতিক নিয়ে পেয়েছেন ৫৭৫ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী আফতাব উদ্দিন ঈগল প্রতিক নিয়ে পেয়েছেন ৩৬১ ভোট।
 
দুই উপজেলার ১২৪ কেন্দ্রে নৌকার প্রার্থী পেয়েছে১ লক্ষ ৫৯ হাজার ১৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার পেয়েছেন ২৫ হাজার ২১৯ ভোট।  ১  লক্ষ ৩৩ হাজার ৮০০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে  বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী মোশতাক আহমেদ রুহী৷ 


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর