দিনাজপুরের ঘোড়াঘাটে ভোট বর্জনের লিফটের বিতরণের সময় জামাতের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাজ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় দুই শতাধিক লিফলেট।
বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার সিংড়া ইউনিয়নের ভর্ণাপাড়া বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন, মুগলিশপুর গ্রামের মৃত তালেব আলীর ছেলে ইউসূফ আলী (৪৫) এবং একই গ্রামের নুরুল ইসলামের ছেলে আজগর আলী (৫১) তারা দুজন ইউনিয়ন জামায়াতের কর্মী।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান আসাদ।
এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় ভোট বর্জনের আহ্বানে নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ করছিল নাশকতা মামলার পলাতক বেশ কয়েকজন।খবর পেয়ে সেখানে দুইজনকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে তাদের থানায় নেওয়া হয়।
ক্যাপশনঃ লিফলেট বিতরণের সময় গ্রেপ্তার হওয়া দুই জামাত কর্মী।
আপনার মূল্যবান মতামত দিন: