শেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী ভক্ত!

বিশেষ প্রতিনিধি | ২ জানুয়ারী ২০২৪, ২১:১৮

শেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী ভক্ত!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন ছানুর এক ভক্ত নিজ উদ্যোগে শহর-গ্রাম সব জায়গায় ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন। তিনি গত এক সপ্তাহ ধরে শেরপুর-১ (সদর) আসনের বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম এবং শহর এলাকায় তার নিজস্ব মোটরসাইকেলে করে মাইক বেঁধে প্রার্থীর পক্ষের গান বাজিয়ে চলছেন।

সেই সঙ্গে তিনি বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ট্রাক প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট চাইছেন। এই ভক্তের নাম মো. শহিদুল ইসলাম। তিনি চরপক্ষিমারি ইউনিয়নের শিমুলতলা গ্রামের বাসিন্দা।

মোটরসাইকেলের পেছনে বাঁধা মাইকের গান শুনে গ্রামের শিশু-কিশোর এবং সাধারণ ভোটাররা বেশ উপভোগ করছেন।

শহিদুল জানান, তিনি নিজের খেয়ে নিজের মোটরসাইকেলের তেল পুড়িয়ে এবং মাইক ভাড়া করে নিয়ে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট চাইছেন কেবলমাত্র প্রার্থীর প্রতি ব্যক্তিগত ভালোবাসা থেকে। অথচ তিনি এ পর্যন্ত প্রার্থীর কাছ থেকে একটি টাকাও নেননি।

তিনি আরও বলেন, ছানু ভাই আমাদের চরাঞ্চলের সন্তান। তাই আমিও চরাঞ্চলের সন্তান হয়ে ছানু ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। এর কারণ হিসেবে জানায়, বিগত ২৫ বছর আওয়ামী লীগের নৌকা প্রতীকের যিনি এমপি ছিলেন এবং এবারও নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি এই আসনের পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত চরে কোনো উন্নয়ন করেননি। ছানু ভাই যেহেতু আমাদের পশ্চিমাঞ্চলের সন্তান তাই তাকে ভোট দিয়ে এমপি বানিয়ে এলাকার উন্নয়ন করতে চাই।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর