ফরিদপুরে নানা আয়োজনে পল্লী কবির ১২১ তম জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ১ জানুয়ারী ২০২৪, ১৮:১৩

ফরিদপুরে নানা আয়োজনে পল্লী কবির ১২১ তম জন্মদিন পালন

পল্লীকবি জসীম উদ্‌দীনের ১২১তম জন্ম বার্ষিকী আজ (১ জানুয়ারি)। ১৯০৪ সালে এই দিনে নানাবাড়ি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

মোহাম্মাদ জসীম উদ্‌দীন মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসীম উদ্‌দীন নামেই পরিচিত। তার বাবার বাড়ি একই জেলার গোবিন্দপুর গ্রামে।

পল্লীকবির জন্মদিন উপলক্ষে সোমবার (১ জানুয়ারি) সকালে নিজ জেলা ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে তার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোর্শেদ আলম, মুক্তিযোদ্ধা সংসদ, জসিম ফাউন্ডেশন, আনছার উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। পরে কবির বাড়ির আঙ্গিনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোর্শেদ আলম, প্রফেসর এম এ সামাদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজ, আমিনুর রহমান ফরিদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর