পাকুন্দিয়ায় আব্দুল কাহার আকন্দের দিনব্যাপী ব্যাপক নির্বাচনী গণসংযোগ

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ৩১ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৭

পাকুন্দিয়ায় আব্দুল কাহার আকন্দের দিনব্যাপী ব্যাপক নির্বাচনী গণসংযোগ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে কিশোরগঞ্জ-২ কটিয়াদী-পাকুন্দিয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে  মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করছেন।
 
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লা ছাড়াও বিভিন্ন স্থানে পথসভা ও নির্বাচনী গণ সমাবেশের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন।
 
এ সময় তিনি পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে উঠান বৈঠক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পথসভা, ইসলামী ধর্ম সভায় উপস্থিত হয়ে তার  জন্য দোয়া চান এবং আগামী  ৭ তারিখ নির্বাচনের দিন এলাকার নারী-পুরুষ আবাল বৃদ্ধ সকলকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোট প্রদানের উদাত্ত আহবান জানান। জনসংযোগ কালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দের সাথে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শ্রেণীর নির্বাচিত জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কটিয়াদী পাকুন্দিয়া সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে শনিবার ৩০ ডিসেম্বর সন্ধ্যার পর পাকুন্দিয়া উপজেলার নারান্দী  ইউনিয়নের আজলদী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হুমায়ুন কবীর ভূঁইয়ার সভাপতিত্বে , নারান্দী ইউনিয়ন ছাত্রলীগ নেতা হুমায়ুন কবীরের সঞ্চালনায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ কটিয়াদী-পাকুন্দিয়া সংসদীয় আসনে নৌকা  প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ।জন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজাল, বাংলাদেশ কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপী,পাকুন্দিয়া পৌর মেয়র নজরুল ইসলাম।
 
জনসভায় স্থানীয় ও উপজেলা পর্যায়ের অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনের দিন সকলকে ভোট কেন্দ্রীয় উপস্থিত হয়ে ভোট প্রদানের আহবান জানিয়ে সভায় বক্তব্য রাখেন। কনকনে শীতের ভিতরেও হাজার হাজার নেতাকর্মীরা জনসভায় অংশগ্রহণ করে জনসভা কে প্রাণবন্ত করে তোলেন।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর