ফুলবাড়িয়ায় গ্রেফতার আতঙ্কে বিএনপির নেতারা রাত কাটাচ্ছে বিলে-ঝোপ জঙ্গলে

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ | ২৫ ডিসেম্বর ২০২৩, ২২:২৬

ফুলবাড়িয়ায় গ্রেফতার আতঙ্কে বিএনপির নেতারা রাত কাটাচ্ছে বিলে-ঝোপ জঙ্গলে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গ্রেফতার আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকছেন বিলের মাঝে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিনরাত পুলিশের অভিযান ও তল্লাশি অব্যাহত থাকায় নেতাকর্মীরা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছে।এদিকে পুলিশের হাত থেকে সমর্থকরাও রেহাই পাচ্ছেন না। গত ২৮শে অক্টোবর২০২৩ ইং তারিখের পর থেকে বিএনপি’র অবরোধ, হরতাল কর্মসূচি শুরু থেকে ফুলবাড়িয়া থানায় পৃথক ৩টি মামলায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত শতাধিক আসামি করে ফুলবাড়িয়া থানা পুলিশ মামলা করে। এসব মামলায় পুলিশ ১৫ থেকে২০ জন বিএনপি’র নেতাকর্মীদের গ্রেফতার করেছেন। 
 
সূত্রে জানা যায়, গ্রেফতার এড়াতে বিএনপি নেতা-কর্মীরা বিলের, মান্দার পাড়ে বন ঝাড়ে,গাছ তলায়, বাঁশ ঝারের ঝোপে-জঙ্গলে রাত্রিযাপন করছে। গ্রেফতারের ঝড় এমনভাবে চলছে ময়মনসিংহের ফুলবাড়িয়া  বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল নেতাদের কষ্টে দিন কাটছে। সম্প্রতি পৌর সদর সংলগ নাড়া বিলে পাড়ের দৃশ্য।রাস্তার ধারে সাবধান করে দেন ভ্যান চালকরা। ভ্যান থেকে নেমে কিছুদূর হাঁটার পর বিলের পাড়ে মান্দার ধারে কাশবন ভিতর কম্বলও পাটি ভিছিয়ে শুয়ে থাকে। যুবদলের কয়েকজন নেতা-কর্মী বিভিন্ন আঙ্গিকে আশ্রয় নিয়েছেন সেখানে।
আশ্রয় নেওয়া সবাই যুবদল কেন্দ্রে নির্বাহী কমিটির প্রচার সম্পাদক করিম সরকারের লোক বলে জানাগেছে। তাঁদের সঙ্গে কথা বলে জানাগেছে গ্রেফতার এড়াতে নেতা-কর্মীরা এভাবে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁরা দল বেদে কেউ কেউ থাকছেন আজকে নদীর পাড়ে আরেক দিন বাশ ঝাড়ের নিচে, বিল পারে মান্দারা ধারে। এর পরও গ্রেপ্তার এড়াতে পারেন না নেতারা।
 
এ ছাড়াও পুলিশ গ্রেফতারের নামে নেতাকর্মীদের বাড়িতে গিয়ে অভিযান চালাচ্ছে বলে উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক আশিকুল হক আশিক জানিয়েছেন।
পৌর বিএনপির নেতা রফিকুল ইসলাম বলেন,আমার পৌরসভার নেতাকর্মীরা শীতের রাতে খুব কষ্টে দিন কাটাচ্ছে। কেউ বিলে,কেউ আত্নীয় স্বজন বাড়িতে থাকে।
পৌর যুবদলের দুই নেতা লতিফ মন্ডল ও আব্দুল আজিজ আক্ষেপ করে বলেন,আমরা দুজন মিলে রাত্রি যাপন করি বিভিন্ন জায়গায়। একদিন বিলের পারে,আরেক দিন আত্মীয়-স্বজনের বাড়িতে রাত যাপন করছি। আল্লাহতালার কাছে বিচার দিয়ে গেলাম আল্লাহ তুমি তার বিচার করো।  
 
পুলিশ সূত্রে জানা যায়,আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, যানবাহন ভাঙচুর-অগ্নিসংযোগ, নাশকতামূলক কর্মকাণ্ডে ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সাধারণ কোনো মানুষকে গ্রেফতার করা হচ্ছে না।
 


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর