কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে করগাঁও যুব কল্যাণ ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এই উপলক্ষে রবিবার (২৫ ডিসেম্বর) সকালে কটিয়াদী উপজেলার করগাঁও বাজারের খায়ের মার্কেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে করগাঁও যুব কল্যাণ ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এই উপলক্ষ্যে খায়ের মার্কেট প্রাঙ্গণে বর্ণিল আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল খায়ের ( খায়ের মিয়ার) সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করগাঁও সেবা ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী তৌফিকুল ইসলাম (রবিন), কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুর রউফ ভূঁইয়া,করগাঁও বাজার বনিক সমিতির সভাপতি মোঃ সাহিদুর রহমান (বাবুল), করগাঁও আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক সুমন মোল্লা, পশু চিকিৎসক মনিম হোসেন মনির, আলোচনা সভাটি সঞ্চালনা করেন মোছাঃ তানিয়া সুলতানা জেরী ও মোঃ এমদাদুল হক।এ সময় সভায় আগত সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার হৃদয়ে নান্দাইল ব্লাড ডোনার্স ফাউন্ডেশন এর প্রতিনিধি মুজাহিদুল ইসলাম ইয়ামিন, কিশোরগঞ্জ জেলা ব্লাড ফাউন্ডেশন এর প্রতিনিধি মোঃ ইয়াহিয়া, নরসিংদীর মনোহরদী উপজেলার মাতৃছায়া ব্লাড ফাউন্ডেশন এর প্রতিনিধি মোঃ সুমন মিয়া, রক্ত কমল মানবিক সংগঠন বাংলাদেশ এর প্রতিনিধি মোঃ শিব্বির, বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটির প্রতিনিধি এমদাদুল হক, তুষার আলো ব্লাড ফাউন্ডেশন নীতি উপজেলার প্রতিনিধি বকুল ইসলাম মিশন, যুবশক্তি ব্লাড ডোনেশন কিশোরগঞ্জের প্রতিনিধি আজিজুল নাদিম, নিশির আলু ফাউন্ডেশন এর প্রতিনিধি জুবায়ের হোসেন, রক্ত যোদ্ধা পরিবার কিশোরগঞ্জের প্রতিনিধি মাহবুব আলম, নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির প্রতিনিধি বরকতউল্লাহ, স্বপ্নচুয়া পরিবারের প্রতিনিধি আতিকুল ইসলাম পিতুল, রক্তদানে আমাদের করিমগঞ্জের প্রতিনিধি ওমর ফারুক আশিক, কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়ন ব্লাড ডোনেশন ফাউন্ডেশন এর প্রতিনিধি নাঈম খান, রক্তদান প্ল্যাটফর্ম আলোর প্রতীক ফাউন্ডেশন বাজিতপুর উপজেলার প্রতিনিধি রবিন আহমেদ,করগাঁও যুব কল্যাণ ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের সভাপতি মোঃ শাকিল মিয়া,করগাঁও যুব কল্যাণ ব্লাড ডোনার্স ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মিশন মিয়া প্রমোখ। আলোচনা সভায় সংগঠনটির সভাপতি জানান সংগঠনটির যাত্রা শুরু থেকে এক বছরের মধ্যে তাদের কাছে বার শত রুগীর জন্য রক্তদানের চাহিদা আসলে তারা মোট এক হাজার রুগীকে রক্তদান এর ব্যবস্থা করেছে।
সভায় বক্তারা মুমূর্ষ রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদানের কার্যক্রম কে আরো এগিয়ে নিতে সমাজের সকল শ্রেণীর মানুষের সহায়তা কামনা করেন। আলোচনা সভা শেষে করগাঁও যুব কল্যাণ ব্লাড ডোনার্স ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আগত দেশের বিভিন্ন জেলা উপজেলার রক্তদান সংগঠনের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: