নালিতাবাড়ীতে নৌকা মার্কার সমর্থনে ওয়ার্কার্স পার্টির নির্বাচনী সভা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ২৪ ডিসেম্বর ২০২৩, ১৯:০৪

নালিতাবাড়ীতে নৌকা মার্কার সমর্থনে ওয়ার্কার্স পার্টির নির্বাচনী সভা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা মার্কার সমর্থনে শেরপুরের নালিতাবাড়ীতে নির্বাচনী পথসভা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখা।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার পৌরশহরের হিরন্ময়ী স্কুল এন্ড কলেজ মাঠে ওই পথসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেরপুর জেলার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সহ-সভাপতি হাবিবুর রহমান ডিপু, যোগেন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক ও শহর যুবলীগের সভাপতি মেহেদী হাসান রাজন প্রমুখ।

পথসভায় আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর