দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন (পীরগঞ্জ- রানীশংকৈল) এর সংসদ সদস্য জাতীয় পাটির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদের উপদেষ্টা ও নেতা-কর্মীরা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধায় রাণীশংকৈল শান্তা কমিউনিটি সেন্টার হলরুমে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পাটির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদের ছেলে বর্তমান উপদেষ্টা সামসুহাব্বিব বিদ্যুৎ।
সামসুহাব্বিব বিদ্যুৎ বলেন, আমরা সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। এ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ । আপনারা আমাদের তথ্য দিয়ে এবং বেশী বেশী সংবাদ প্রচার করে সহযোগিতা করবেন। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করেন।
মতবিনিময় অনূষ্ঠানে অন্যান্যদের মধ্যে
পরামর্শ মূলক বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ঠিকাদার আবু তাহের, যুবসংহতির সম্পাদক কাউন্সিলর ইসাহাক আলী, নির্বাচন সমন্বয় কারী আধ্যাপক সিরাজুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নওরোজ কাওসার কানন প্রমুখ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে বক্তারা বলেন, সাংবাদিকরা পারেন সমাজের আসল চিত্র তুলে ধরতে। সাংবাদিকরা হলেন জাতির বিবেক। আপনারাই পারেন জাতির কাছে সকল কিছু তুলে ধরতে। সাংবাদিকদের লিখনির মাধ্যমে পিছিয়ে যাওয়া জনপদকে সামনে এগিয়ে আনতে হবে। এ জন্য প্রয়োজন সঠিক নেতৃত্বের। এ সময় তারা অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম, সম্পাদক মোঃ বিপ্লব, আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি ফারুক আহমেদ, সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, সিনিয়র সাংবাদিক নুরুল হক, আশরাফুল আলম, খুরশিদ আলম শাওন,বিজয় রায়, হুমায়ুন কবির, সফিকুল ইসলাম শিল্পী ,একে আজাদ, আনোয়ার হোসেন জীবন, সাংবাদিক মাহাবুব আলম,রফিকুল ইসলাম সুজন, নাজমুল হোসেন, আব্দুল্লাহ আল নোমান,অভিশেখ চন্দ্র রায় ।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: