দুর্গাপুরে কর্মীদের হুমকী ও প্রচারে বাঁধার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি | ২৩ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৪

দুর্গাপুরে কর্মীদের হুমকী ও প্রচারে বাঁধার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৭, নেত্রকোনা- ০১ (কলমাকান্দা-দুগার্পুর) আসনে স্বতন্ত্রপ্রার্থীর কর্মীদের প্রকাশ্যে মেরে ফেলার হুমকী ও প্রচারে বাঁধা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এ আসনের স্বতন্ত্রপ্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।

শনিবার দুপুরে পৌর শহরের দক্ষিনপাড়ায় স্বতন্ত্রপ্রার্থীর বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, এ আসন থেকে বার বার নিবার্চিত হয়েছেন আমার বাবা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আমি অংশগ্রহণ করছি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার। সেই লক্ষ্যকে সামনে রেখে, এ আসন থেকে ট্রাক প্রতিক নিয়ে নিবার্চন করছি। আমার জয়প্রিয়তার ঈষার্ন্বিত হয়ে আমার কর্মীদের মেরে ফেলার হুমকী, প্রচারে বাঁধা প্রদান সহ নানা অপপ্রচার চালাচ্ছে নৌকার প্রার্থী মোশতাক আহমেদ রুহী, কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  আব্দুল খালেক তালুকদার, কৈলাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  জয়নাল আবেদীন সহ নৌকার প্রার্থী  ও কর্মী সমর্থকরা। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিযোগিতামূলক অংশগ্রহণপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাচ্ছেন, সেটি নিয়ে ভোটারদের মধ্যে নানা সংশয় দেখা দিয়েছে। 

এ বিষয়ে জেলা রিটানিং অফিসার ও উপজেলায় নিবার্চনী কাজে নিয়োজিত উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে   ভিডিও ফুটেজসহ আজ  লিখিত অভিযোগ দিবো এবং সুষ্ঠ নিবার্চনের দাবী জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত  ছিলেন, শহীদ পরিবারের সন্তান ও আওয়ামী লীগ নেতা মো. চাঁন মিয়া ফকির, ওর্য়াড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, যুবলীগ নেতা মোবেন ইবনে সাঈদ স্ট্যালিন, কুতুব আলী, আবু রায়হান প্রমুখ৷



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর