কিশোরগঞ্জের ভৈরবের নাটালের মোড় থেকে ৩০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন
১৷ বিদ্যুৎ চন্দ্র সূত্রধর (৩৯), পিতা- মৃত শ্রী নেপাল সূত্রধর, সাং- কটিয়াদি পশ্চিম পাড়া, ০২ নং ওয়ার্ড (অমৃত মাষ্টারের বাড়ির পাশে), থানা-কটিয়াদি, জেলা- কিশোরগঞ্জ, ২। মোঃ মারুফ (২২), পিতা- মোঃ দুলাল মিয়া, সাং- ভৈরবপুর উত্তরপাড়া (চান ভান্ডারের মাজারের পাশে), থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি:)মোঃ আব্দুল জব্বার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গত বৃহস্পতিবার ২১ ডিসেম্বর রাত ১০.২৫ মিনিটের সময় ভৈরব থানাধীন ভৈরবপুর সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে টোল প্লাজার অনুমান ১৫০ গজ পশ্চিমে ঢাকা সিলেট মহাসড়কের সিলেট হতে ঢাকা গামী লেইনের উপর নাটালের মোড় এলাকায় এক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী১৷ বিদ্যুৎ চন্দ্র সূত্রধর (৩৯)২। মোঃ মারুফ (২২) কে গ্রেফতার করে এবং তাদের হেফাজতে থাকা সর্বমোট ৩০ (ত্রিশ) কেজি গাঁজা এবং ০১টি হাইয়েচ মাইক্রোবাস উদ্ধার করে রাত ১০.৪৫ মিনিটের সময় জব্দ তালিকামূলে জব্দ করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: