শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আস্থা প্রকল্পের আওতায় যুব ফোরাম গঠন সভা অনুষ্ঠিত হয়েছে৷ ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে পৌরশহরের উপজেলা প্রাথমিক শিক্ষক সমবায় সমিতির কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, দাতা সংস্থা সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) এর অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতি এর আয়োজনে নালিতাবাড়ী উপজেলায় আস্থা প্রকল্পের আওতায় ৩০ সদস্য বিশিষ্ট এই যুব ফোরাম গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে কৌশিক ইকবাল আকাশ এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে অমা রাণী দেবসেন ও সুজন চন্দ্র শীল নির্বাচিত হন।
পরে আস্থা প্রকল্পের মাঠ কর্মকর্তা সাইকা উম্মাসীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব ফোরামের নবনির্বাচিত সভাপতি কৌশিক ইকবাল আকাশ। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা নালিতাবাড়ীর সাধারন সম্পাদক অভিজিৎ সাহা, ইয়েস সদস্য রাসেল আহম্মেদ, সারোয়ার তরুণ কবি সুমাইয়া জাহান প্রমুখ।
পরে আস্থা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির জেলা সমন্বয়কারী ফিরোজ আহমেদ।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: