জনপ্রতিনিধি এবং সাংবাদিকগণের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময়

সৈয়দুর রহমান সৈয়দ, পাকুন্দিয়া ( কিশোরগঞ্জ) প্রতিনিধি | ২১ ডিসেম্বর ২০২৩, ২৩:৪৫

জনপ্রতিনিধি এবং সাংবাদিকগণের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময়

পাকুন্দিয়া উপজেলায় স্হানীয় জনপ্রতিনিধি ও কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন জনাব মোঃ আজগর হোসেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।

বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় উপজেলা হল রুমে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নেয় পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার, পাকুন্দিয়া পৌর সভায় মেয়র নজরুল ইসলাম আকন্দ, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি খন্দকার

আসাদুজ্জামান, মানবজমিন প্রত্রিকার প্রতিনিধি, সাখাওয়াত হোসেন হৃদয়,পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি, সৈয়দুর রহমান সৈয়দ- সাংগঠনিক সম্পাদক, জাহিদ হাসান মুক্তার, সহ-সাংগঠিক সম্পাদক, সোহেব রাসেল,রির্পোটাস ক্লাবের, মনজুরুল হক মন্জু, পাকুন্দিয়া পৌর সভায় প্যানেল মেয়র তরিকুল ইসলাম আসাদ, হোসেন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাদিউল ইসলাম, বুরুদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হুন্দা রুবেল, আঃ মান্নান চেয়ারম্যান, পাকুন্দিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মতবিনিময় সভায় সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার স্হানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকগণদের আগামী দ্বাদশ নির্বাচনের বিধিমালা তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। পাকুন্দিয়া উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি পাকুন্দিয়া উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্যস্থানীয় জনপ্রতিনিধি সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

এর আগে তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর