শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বসবাসরত খ্রিস্টান ধর্মাবলম্বীদের আসন্ন বড় দিন উপলক্ষে উপজেলার ৪৯ টি গীর্জায় সরকারীভাবে বরাদ্দকৃত আধা টন করে জেনারেল রিলিফ (জিআর) এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষ তেপান্তরে ওই চাল বিতরণ করা হয়।
এতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার ও ট্রাইবাল এসোসিয়েশনের চেয়ারম্যান মি. কোপেন্দ্র নকরেকসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: