নওগাঁয় ১ হাজার ৬০ লিটার চোলাই মদ সহ দু' জনকে আটক করেছে র্যাব।
সত্যতা নিশ্চিত করে র্যাব কাম্প থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বুধবার (২০ ডিসেম্বর) সকালে
নওগাঁর ধামুইরহাট থানাধীন বনগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৬০ লিটার চোলাই মদ উদ্ধার সহ মাদক কারবারী দু' জনকে আটক করা হয়।
আটককৃত দু'জন হলেন, নওগাঁর ধামুরহাট উপজেলার বনগ্রাম গ্রামের শিবচরন পাহান এর ছেলে শান্ত পাহান (৩৫) ও পঞ্চ পাহান (২৮)।
র্যাব আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান তারা দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করত এবং সেই চোলাই মদ নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন বনগ্রাম এলাকায় যুবকদের নিকট ৫০ টাকা ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিলো। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান র্যাব।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: