গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় ২১ পিচ সুন্দি কাছিম উদ্ধার

জুয়েল ফরাজী, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি | ২০ ডিসেম্বর ২০২৩, ১০:৩৯

গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় ২১ পিচ সুন্দি কাছিম উদ্ধার
 অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যান ও পরিবেশবাদী সংগঠন এর তথ্যের ভিত্তিতে কলাপাড়া মাছ বাজারের আড়ৎ থেকে ২১ পিচ সুন্দি কাছিম উদ্ধার করা হয়েছে। 
 
মঙ্গলবার  (১৯ ডিসেম্বর) রাত  ৮ ঘটিকার সময় বন্যপ্রাণী পরিদর্শক অসিম মল্লিক এবং মনিরুজ্জামান মনি, রেঞ্জ অফিসার, কলাপাড়া, উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্টের মাধ্যমে কৌশিক আহমেদ, সহকারী কমিশনার ভূমি, আড়ৎ মালিক মানিক ফকির কে ৪ হাজার টাকা জরিমানা করেন।
 
পরবর্তীতে, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার, জাহাঙ্গগীর হোসেন এর উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়াকর্মীদের উপস্থিতিতে কলাপাড়া উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়।
 
এ্যানিম্যাল লাভারস্ অফ পটুয়াখালী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যান ও পরিবেশবাদী সংগঠন 
এর  ডাটা কালেক্টর,  বায়েজিদ মুন্সী জানিয়েছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা প্রত্যেকটি প্রানীর ভূমিকা গুরুত্বপূর্ণ।  আমরা অ্যানিম্যাল লাভার অফ পটুয়াখালী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যান ও পরিবেশবাদী সংগঠন,  পরিবেশের বাস্তুসংস্থান রক্ষায় ও বন্যপ্রাণী সংরক্ষণ করতে, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন -২০১২ সংরক্ষিত সকল প্রাণী সংরক্ষণে কাজ করি৷ 
 
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার, জাহাঙ্গীর হোসেন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কলাপাড়া একটি আড়ৎতে ২১ পিচ সুন্দি কচ্ছপ বন্দী আছে, পরে অভিযান চালিয়ে উদ্ধারের পরে কচ্ছপ পুকুরে অবমুক্ত করা হয়েছে। 
 
পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বলেন, ‘সংগঠনটি বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করছে। এরই ফলে তাদের তথ্য মতে বিভিন্ন জায়গা থেকে বন্দী বন্যপ্রাণী উদ্ধার করে অবমুক্ত করা সম্ভব হচ্ছে।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর