পটুয়াখালীতে আওয়ামী লীগের বিজয় মিছিল 

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ১৯ ডিসেম্বর ২০২৩, ২১:৪৮

পটুয়াখালীতে আওয়ামী লীগের বিজয় মিছিল 
পটুয়াখালীতে বিজয় মিছিল করেছে জেলা আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ সহ দলটির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
 
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টায় বিজয় মিছিলটি শহরের পৌর নিউমার্কেট এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
 
এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান,  সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান পারভেজ ভূঁইয়া, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুজ্জামান মনি, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এ্যাডভোকেট আরিফুজ্জামান রনি, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হৃদয় আশীষ সহ অসংখ্য নেতা-কর্মীরা।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর