নওগাঁর সাপাহারে বৈদ্যুতিক তারে জড়িয়ে সোহেল রানা (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ভাবে হয়েছে। নিহত সোহেল রানা পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি ও আশড়ন্দ মোল্লাপাড়া গ্রামের সফিউদ্দীনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩ টার দিকে উপজেলার মন্ডল মোড়ে অবস্থিত সারমিন স্টোরের মালিক শাহজাহানের বাসায় বৈদ্যুতিক ওয়ারিং কাজ করতে গিয়ে তড়িতাহত হয়ে মৃত্যুবরণ করেন বৈদ্যুতিক মিস্ত্রি সোহেল।
বৈদ্যুতিক মিস্ত্রি সোহেল তার সহ কর্মীদের নিয়ে ৩য় তলার ছাদে পাইপ ফিট এর কাজ করছিলেন।
এসময় অসাবধানতা বশতঃ পা পিছলে বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে তড়িতাহত হয়ে ছাদে পড়ে যায় সে। সাথে সাথে তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: