১৯৭১ সালের আজকের এইদিনে পাকিস্তানি দোসরা বুদ্ধিজীবিদের হত্যার নীল নকশা করেছিল বাঙালি জাতি যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। কোনও একটি জাতিকে দাবিয়ে রাখতে হলে সে জাতিকে মেধাশূন্য করা প্রয়োজন। সে কারণেই পাকিস্তানি সেনাবাহিনীর প্রধানের পরিকল্পনায় আমাদের দেশের দোসর আল বদর, আল শামস, রাজাকারদের সহায়তায় সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক ইঞ্জিনিয়ার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অর্থাৎ বুদ্ধিজীবিদের চিহ্নিত করে হত্যা করেছে বলে বক্তব্য মন্তব্য করেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এমপি।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সন্ধ্যায় শহরের ব্রাহ্মন্দীর শিক্ষা চত্বর এলাকায় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে একেএম ফজলুল হক লিটন এর সভাপতিত্বে ও রোকন উদ্দিন আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ সব কথা বলেন। তিনি আরও বলেন, আজকের এ শহীদ বুদ্ধিজীবি দিবসের দিনটি সব সময় আমার হৃদয়ে রক্তক্ষরণ করে। পাকিস্তান আমলে যখনই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শোষণ করতো তখনই এ দেশের বুদ্ধিজীবিরা প্রতিবাদ করতো। এসব কারণেই ২৫ মার্চ কালরাত থেকেই বুদ্ধিজীবিদের হত্যা করা শুরু করে পাকিস্তানিরা এবং পুরো মুক্তিযুদ্ধকালীন সময়ে তাদের ধরে ধরে হত্যা করেছে।
এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ব্যারিস্টার মোঃ আদনান সরকার।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা ছাত্তার ভূঁইয়া, রঞ্জন কুমার সাহা, রিপন সরকার, কায়কোবাদ হোসেন কানু, দীপক সাহা, এস এম কাইয়ুম প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা, শহর ও সদর থানা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধাগণ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: