আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ফরিদপুর জেলা আওয়ামীলীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় শেখ রাসেল স্কয়ারের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার।
এসময় তিনি জানান, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শামীম হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ। যা বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় সভানেত্রীর সুনাম ক্ষুন্ন হওয়ার পাশাপশি আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরও সুনাম ক্ষুন্ন হচ্ছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফ, যুগ্ন সম্পাদক ঝর্না হাসান, পৌর মেয়র অমিতাভ বোস, সহ সভাপতি শ্যামল ব্যানার্জী উপস্থিত ছিলেন।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: