নাগরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | ১৪ ডিসেম্বর ২০২৩, ১৯:০৭

নাগরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন পুস্পঅপর্ন করেন। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাছুম প্রধান এর সভপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান, নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, মো. গোলাম সরোয়ার ছানা, লক্ষ্মী কান্ত সাহা, নীরন্দ্র কুমার পোদ্দার প্রমুখ।

আলোচনা সভা পরিচলনা করেন সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

উল্লেখ্য, ১৯৭১ সালে ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেনীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর