কটিয়াদীতে সাবেক সাংসদ এডঃ সোহরাব উদ্দিনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৭

কটিয়াদীতে সাবেক সাংসদ এডঃ সোহরাব উদ্দিনের মত বিনিময় সভা অনুষ্ঠিত

বুধবার (১৩ ডিসেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন কেন্দ্র করে সন্ধ্যার পর কটিয়াদী উপজেলার ২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন শাহীনের বাড়ির আঙ্গিনায় ২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ, সর্ব সাধারণ মানুষের উপস্থিতিতে কটিয়াদী পাকুন্দিয়া সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সফল সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন কে বিজয়ী করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলতাফ হোসেন শাহীনের সার্বিক আয়োজনে, ২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার জুলফিকুর রহমান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনে স্বতন্ত্র থেকে সংসদ সদস্য পদ প্রার্থী সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন।

উক্ত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর মেয়র শওকত ওসমান শুক্কুর আলী, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম, সাবেক সংসদ সদস্য ডা: আব্দুল মান্নান সাহেবের (এ পি এস) আওয়ামী লীগ নেতা
মোঃ রফিকুল ইসলাম, মুমুরদিয়া ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি শাহ জাফর , কটিয়াদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ মিয়া, ২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন টিপু, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, কটিয়াদী উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক তাহের উদ্দিন, ২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জাহান মেম্বার, সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ আউয়াল, লিটন মেম্বার প্রমুখ। এ সময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি এডভোকেট সোহরাব উদ্দিন তার বক্তব্যে বলেন আমি আওয়ামীলীগের একজন ত্যাগী ও পরীক্ষিত কর্মী, আমি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি বিগত সময়ে সংসদ সদস্য থাকাকালীন সময়ে আপনাদের এলাকার যে সমস্ত উন্নয়ন মূলক কাজ করেছি সে গুলো সম্পর্কে আপনারাই ভালো জানেন। আপনারা যদি এবার আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে এলাকার অবশিষ্ট উন্নয়ন মূলক কাজ গুলো করবো ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে শুনার পর সভায় উপস্থিত নেতাকর্মীরা,ও সাধারণ জনগণ হাত উঁচু করে এডভোকেট সোহরাব উদ্দিন কে তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। উক্ত মতবিনিময় সভায় ব্যাপক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মত বিনিময় সভাটি এক বিশাল জনসমাবেশে পরিণত হয়। উক্ত মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন ২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক মেম্বার মোঃ আবু বক্কর সিদ্দিক। মত বিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গন মাধ্যম কর্মী গন উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর