ফরিদপুরে মহানগর কৃষকদলের বিক্ষোভ মিছিল ও অবরোধ 

স্টাফ রিপোর্টার, ফরিদপুর  | ১৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৫

ফরিদপুরে মহানগর কৃষকদলের বিক্ষোভ মিছিল ও অবরোধ 
দেশব্যাপী  বিএনপির ঘোষিত অবরোধ কর্মসূচি সফল করার লক্ষে ফরিদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
 
বুধবার বেলা ১২ টায় ফরিদপুর  মহানগর কৃষকদলের সভাপতি এ্যাড:মুহা:মামুন অর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো:জহুরুল ইসলাম জহির এর নেত্বতে  ঢাকা- ফরিদপুর  মহাসড়কের ধুলদি বাসস্ট্যান্ড থেকে  ধুলদি রেল গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল ও অবরোধ পালন করা হয় । 
বিক্ষোভ মিছিল শেষে ঝটিকা সভা অনুষ্ঠিত হয়। 
 
 উক্ত সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন  মহানগর কৃষকদলের সভাপতি এ্যাড:মুহা:মামুন অর রশিদ মামুন। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর