শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনমূলক  কর্মসূচি 

কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধি | ১২ ডিসেম্বর ২০২৩, ১৮:১০

শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনমূলক  কর্মসূচি 
 বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মাদারিপুর জেলা কার্যালয়ের আয়োজনে এবং ডাসার উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টার সময়  উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনামূলক কর্মসূচি ২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডাসার সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইদুজ্জামান হিমু । 
 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব বদিউজ্জামান, সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া, ও আরো উপস্থিত ছিলেন  ডাসার উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকারা। এবারের  প্রতিপাদ্য বিষয় ছিলঃ জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য”।
 
মাদারিপুর  জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া, প্রজেক্টর এর মাধ্যমে নিরাপদ খাদ্য সম্পর্কে বলেন, জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য’। এটি বাস্তবায়নে উৎপাদন থেকে শুরু করে খাবার প্লে­টে পরিবেশিত খাদ্য নিরাপদ করতে আমরা কাজ করছি। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে আমরা এ কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য মাঠ পর্যায়ে কাজ করছি আমরা।
 
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন, উপজেলায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি বাজার মনিটরিং জোরদার, মোবাইল কোর্ট পরিচালনাসহ সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সকলকে আইন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে চলমান আইন প্রয়োগের মাধ্যমে নিরাপদ খাদ্য বাস্তবায়ন করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা মূলক পরার্মশ প্রদান করেন।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর