ময়মনসিংহে বেসরকারী ঋণদানকারী সংস্থা আশা’র তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক রোগীকে সেবা প্রদান করা হয়েছে।
সদর উপজেলার আকুয়া-১ ব্রাে গত রোববার থেকে শুরু হওয়া এই ফ্রি মেডিকেল ক্যাম্প মঙ্গলবার শেষ হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন আশার বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক একেএম আজাদ, গাইনী বিশেষজ্ঞ ডা. রিজিওয়ানা সুলতানা সিভিল সার্জন অফিস ঢাকা, সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মেহেরাজ উল্লাহ সৌরভ, সাংবাদিক মো: সাজ্জাতুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন, ফিজিওথেরাপিস্ট রুবেল কর ও সহকারী শাখা ব্যবস্থাপক মো: রতন মিয়া প্রমুখ।
উক্ত চিকিৎসা ক্যাম্পে তিনদিনে এলাকার শিশু, দরিদ্র, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের নানা ধরণের রোগ ও শারীরিক সমস্যায় সহস্রাধিক রোগীকে ফিজিওথেরাপি সহ ফ্রি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: