শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. রাজন মিয়া, শেরপুর | ১১ ডিসেম্বর ২০২৩, ২৩:৫৩

শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময় সভা অনুষ্ঠিত
শেরপুরে নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার  মিজাবে রহমত এর সাথে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
১১ ডিসেম্বর (সোমবার) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমতের সভাপতিত্বে ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন,শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি।
 
ওই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক সাংবাদিক ও কবি, শেরপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিক মজিদ, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের (সংক্ষিত মহিলা) ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, বর্তমান সহ-সভাপতি আছাদুজ্জামান মুরাদ, দপ্তর সম্পাদক মারুফুর রহমান,প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক কাজি মাসুম, এসএ টিভি জেলা প্রতিনিধি প্রভাষক মহিউদ্দিন সোহেল, প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক আল আমিন (আলিম), যায়যায়দিনের জেলা প্রতিনিধি তপু সরকার হারুন, নাগরিক টিভি ও কালবেলার জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম,নিউজ টুয়েন্টিফর জেলা প্রতিনিধি এস এম জুবাইদুল ইসলাম, এখন টিভি জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ,দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাট, আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, দৈনিক নবকন্ঠ জেলা প্রতিনিধি এনামুল হক, দৈনিক প্রথম কথা জেলা প্রতিনিধি আলমগীর হোসেন,সময়ের কাগজ জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির,দৈনিক কাগজ ও গণমুক্তির জেলা প্রতিনিধি জাহিদ হাসান খোকন,দৈনিক আলোকিত প্রতিদিন ও সময় ট্রিবিউনের জেলা প্রতিনিধি মো.রাজন মিয়া,দেশের কন্ঠ জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন সোহাগ, দৈনিক গড়ব বাংলাদেশ জেলা প্রতিনিধি মেহেদী হাসান শামীমসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর