
কিশোরগঞ্জের বাজিতপুর থানার হিলচিয়া বাজার থেকে মোঃ আনোয়ার হোসেন (২৮) নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির সদস্যরা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন নিকলী উপজেলার পাড়া বাজিতপুর এলাকার লালু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ)মো: মকবুল হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গত শনিবার ৯ ডিসেম্বর রাত ১১.০৫ মিনিটের সময় বাজিতপুর থানাধীন ০৬নং হিলচিয়া ইউপির হিলচিয়া বাজারস্থ জনৈক কৃঞ্চ দাস এর “কৃঞ্চ ষ্টোর” নামক মুদি দোকানের সম্মুখে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো: আনোয়ার হোসেন (২৮) কে গ্রেফতার করেছে। গ্রেপ্তার কালে মাদক ব্যবসায়ীর হেফাজতে থাকা সর্বমোট ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে রাত ১১.২০ মিনিটের সময় জব্দ তালিকামূলে জব্দ করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: