’’উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্য নিয়ে আজ শেরপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস -২০২৩ পালিত হয়েছে।
৯ ডিসেম্বর (শনিবার) সকালে জেলা প্রশাসন ও দূর্নীতি দমন কমিশন এর সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর এর আয়োজনে শেরপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় কর্মসূচি প্রথমেই জেলা শহরের থানামোড় থেকে এক বর্ণাঢ্য র্র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু করেন।
ওই সময় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দূর্নীতি প্রতিরোধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকতাদিরুল আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম।
ওই সময় অন্যান্যদের মধ্যে ছিলেন,দুদক সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর এর উপ-পরিচালক মলয় কুমার সাহা,শেরপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান তপন, শেরপুর (পিবিএস) এর জেনারেল মেনেজার মো.আলী হোসেন,শেরপুর সরকারি কলেজ অধ্যক্ষ আব্দুর রশীদ, বাংলাদেশ প্রেসক্লাব শেরপুর জেলা শাখার আহ্বায়ক ও মানবাধিকার সংস্থা "আমাদের আইন" এর চেয়ারম্যান নুর-ই আলম চঞ্চল, জেলা শিক্ষা কর্মকর্তা,সিভিল সার্জন কর্মকর্তা সহ জেলার সকল সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা,কর্মচারী ও সাংবাদিক বৃন্দগণ।
এ সময় উপস্থিত বক্তারা, দূর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলার পাশাপাশি দূর্নীতির বিরুদ্ধে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: