দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকল নেতাকর্মী নৌকার পক্ষে কাজ করুন: তালুকদার আঃ খালেক

আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি  | ৮ ডিসেম্বর ২০২৩, ২২:৫১

দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকল নেতাকর্মী নৌকার পক্ষে কাজ করুন: তালুকদার আঃ খালেক
সামনে জাতীয় সংসদ নির্বাচন। সরকারের গত ১৫ বছরের সকল উন্নয়ন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাই নেতা-কর্মীদের দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিন। আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নের অংশীদার হোন।
 
এ জনপদের সাধারণ খেটেখাওয়া মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ভালোবাসেন। তবে শুধু ভালোবাসলেই হবে না। সামনে দ্বাদশ সংসদ নির্বাচন। আমাদের এখন সব ধরনের দ্বিধা-দ্বন্দ্ব ভুলে যেতে হবে। গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার আহ্বান বাস্তবায়নে রাজপথে থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তাহলেই দেশের উন্নয়নধারা অব্যাহত থাকবে। 
 
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকাল ৪টায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোংলা উপজেলা আ'লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় পৌর আ'লীগ কার্যালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য খুলনা সিটি মেয়র ও মহানগর আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন।
 
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছেন। দেশের উন্নয়নে শেখ হাসিনা যা কিছু করেছেন, তা বাংলাদেশের ইতিহাসে আর কেউ করতে পারেনি। 
 
তিনি দেশকে বিশ্বদরবারে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন বাংলাদেশকে। মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, উড়াল সড়ক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ নির্মাণ করেছেন ফোর লেন ও এইট লেনের সড়কও।
 
এসময় জেলা নির্বাচন কমিটির যুগ্ম আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা নির্বাচন কমিটির সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, জেলা আ'লীগের দপ্তর সম্পাদক অম্বরিশ রায়, জেলা তাঁতী লীগের সভাপতি তালুকদার আবদুল বাকি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর আ'লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, পৌর যুবলীগের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আল মামুন, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, পৌর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ আ'লীগের সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর