শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাব নালিতাবাড়ীর সহ-সভাপতি মাহফুজুর রহমান সোহাগের চিকিৎসার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট হতে প্রাপ্ত এক লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) রাতে প্রেসক্লাব মিলনায়তনে ওই চেক হস্তান্তর করেন টিভি টুডে এর প্রধান সম্পাদক ও দেশের স্বনামধন্য সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।
এই চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এমএ. হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান সোহেল, সহ-সভাপতি বিপ্লব দে কেটু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ-সাধারণ সম্পাদক আবদুল মোমেন, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ, কল্যাণ সম্পাদক এম. সুরুজ্জামান ও সদস্য আমিরুল ইসলামসহ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: