ফরিদপুর - ২

লাবু চৌধুরীর স্ত্রীর চেয়ে নিজের সম্পদ  কম

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৬

লাবু চৌধুরীর স্ত্রীর চেয়ে নিজের সম্পদ  কম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী । তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য এবং প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র। শাহদাব আকবরের হলফনামা থেকে জানা গেল
 বার্ষিক আয় ও স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণের তথ্য।
 
তথ্য অনুযায়ী,  গত ২০২২ সালের ৬ অক্টোবর উপ-নির্বাচনে দাখিলকৃত হলফনামা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, শাহদাব আকবরের সম্পদ তেমন না বাড়লেও বেড়েছে স্ত্রীর সম্পদের পরিমান। 
শাহদাব আকবর লাবু হলফনামায় জানিয়েছেন, কৃষি খাতে কোনো আয় নেই তার। শেয়ার, সঞ্চয়/ব্যাংক আমানত ১লাখ ৩২ হাজার ১শ ১টাকা। সংসদ সদস্য বেতন ভাতা ১২ লাখ ৬২ হাজার ২টাকা, প্রাইভেট কোম্পানী লিমিটেড থেকে পারিতোষিক আয় ২০ লাখ টাকা।
 
অস্থাবর সম্পদের বিবরনীতে জানিয়েছেন, নগদ টাকা ২৯ লাখ ১২ হাজার ১শ ৯৯টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমান ১৫ লাখ ৫হাজার ৭শ ৪৮ টাকা, স্ত্রীর নামে ৯ লাখ ২৩ হাজার ৯শ ৭৫ টাকা। 
 
বন্ড, ঋনপত্র, স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত নয় এমন কোম্পানীর শেয়ার (পরিমান অর্জনকালীন সময়ের মূল্যসহ) ২২ লাখ ৪৫ হাজার ৭শ টাকা। পোস্টাল, সেভিংস, সার্টিফিকেট সহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানত বিনিয়োগ ৯১ হাজার, ১শ ৫৪ টাকা। স্ত্রীর নামে ৫১ হাজার ২শ টাকা। নিজ ব্যবহৃত গাড়ির মূল্য ৪৩ লাখ ৮৭ হাজার ৭শ ২২টাকা। নিজের স্বর্ন নেই, তবে স্ত্রীর ৮০ হাজার টাকার স্বর্ন রয়েছে। ৬ লাখ ৫০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। স্ত্রীর নামে ৫০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে। 
 
স্থাবর সম্পদের বিবরনীতে জানিয়েছেন, কৃষি জমি নেই। তবে ৪ লাখ ২৯ হাজার টাকা মূল্যের অকৃষি জমি রয়েছে। স্ত্রীর নামে রয়েছে ৬১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের অকৃষি জমি। নিজের নামে নেই কোন ফ্লাট তবে স্ত্রীর নামে ৬৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ফ্লাট রয়েছে। দায়-দেনা সমূহের বিবরনীতে তিনি ব্যক্তিগত ও ব্যবসা খাতে ৭ কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ১টাকা দেখিয়েছেন। 
 
শাহদাব আকবর লাবু চৌধুরী  ঘোষনা দিয়েছেন, চারটি প্রতিশ্রুতি দেওয়া প্রকল্পের ৭৫ শতাংশ অর্জিত হয়েছে।
 
শাহদাব আকবর এর মাতা ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর উপ-নির্বাচনে তিনি ফরিদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়।
 
ওই নির্বাচনে দাখিলকৃত (৬-১০-২০২২) হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, শুধুমাত্র ব্যবসা থেকে আয় দেখানো হয়েছে ৩ লাখ ৬হাজার ৭শ ৭১ টাকা। 
 
অস্থাবর সম্পদ হিসেবে নিজ নামে নগদ টাকা দেখিয়েছেন ৩৪ লাখ ৪৩ হাজার ১৯টাকা। স্ত্রীর নামে দেখিয়েছিলেন ১০ লাখ ৬৮ হাজার ৪শ ৫৪ টাকা। 
 
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত টাকার পরিমান ছিল ১ লাখ ১৯ হাজার ১শ ৮০ টাকা। স্ত্রীর নামে ছিল ১৭ লাখ ৬৬ হাজার ৩শ ৭ টাকা। স্ত্রীর নামে সেভিংস ও সঞ্চয়পত্রে ৫১ হাজার ২শ টাকা ও ৮০ হাজার টাকার স্বর্ন এবং ৫০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে।
 
স্থাবর সম্পদের বিবরনীতে নিজ নামে কিছু না দেখালেও স্ত্রীর নামে ৬৭ লাখ ২০ হাজার টাকার ফ্লাট দেখানো হয়েছে। দায়-দেনার বিবরনীতে ব্যক্তিগত ও ব্যবসা খাতে ৬ কোটি ১০ লাখ ৩৩ হাজার ৭শ ৬২ টাকা দেখিয়েছেন। 


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর