যাত্রীবেশে  চলন্ত বাসে অগ্নিসংযোগ

খোরশেদ আলম, সাভার প্রতিনিধি | ৬ ডিসেম্বর ২০২৩, ২২:৩৪

যাত্রীবেশে  চলন্ত বাসে অগ্নিসংযোগ
সাভারের আশুলিয়ায় ইতিহাস পরিবহনের একটি চলন্ত বাসে যাত্রীবেশে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
 
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায়  এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ইতিহাস পরিবহনের (ঢাকা মেট্টো- ব ১৫- ৩২৯৫) একটি বাস চন্দ্রা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল সাড়ে ১০ টার দিকে বাসটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় পৌছলে দৃর্বৃত্তরা যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন বাসের আগুনের দ্রুত নিভিয়ে ফেললে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
 
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাদরুজ জামান বলেন, পুড়ে যাওয়া বাসটি সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। বাসে কেউ যাত্রীবেশে আগুন লাগিয়েছে বলে প্রাথমিক ধারণা। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর