শেরপুরের নালিতাবাড়ীতে বিসিকের সহযোগিতায় আয়োজিত ‘শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’ এ অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের নিয়ে নিজেদের হাতে তৈরি ‘পণ্যমেলা’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী শহরের আড়াইআনী বাজারস্থ জেবা প্লাজার চতূর্থ তলায় বেসরকারী প্রতিষ্ঠান ‘অঙ্গীকার ফাউন্ডেশন’ এর মেলার আয়োজন করে। মেলায় প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা স্টল দিয়ে তাদের হাতে তৈরি পোষাক, বিভিন্ন ধরণের পিঠা-পায়েস ও নিজ বাড়িতে রোপিত কৃষিপণ্য প্রদর্শণ করেন।
অঙ্গীকার ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক হুমায়ন মুজিব, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানা ও গণমাধ্যমকর্মীসহ স্থানীয়রা মেলার স্টল পরিদর্শন করেন।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: