কটিয়াদী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ৬ ডিসেম্বর ২০২৩, ২২:০৮

কটিয়াদী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমানের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (৬ ডিসেম্বর) কটিয়াদী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ নাজমুল আনোয়ার অপু। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ( সি সি) ডা: হোসনা বেগম, কিশোরগঞ্জের পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপ পরিচালক এসএম খায়রুল আমিন।
পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজিব কুমার সরকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন  সিনিয়র সাংবাদিক সারোয়ার হোসেন শাহিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক বিপুল সাহা, এফ, ডব্লিউ এ,সালমা আক্তার, রাবেয়া হেনা, আহমুদা আক্তার, সেলিনা আক্তার, সায়মা খানম, এফ পি এ তোফায়েল আহমদ, অফিস সহায়ক নাজমুল হুদা প্রমুখ।
 
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মোট চারজন কর্মচারীর অবসর গমন উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে তাদেরকে বিদায় সম্বর্ধনা ও বিশেষ সম্মানী ক্রেস্ট প্রদান করা হয়। অবসর গমন কারীরা হলেন কটিয়াদী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহায়ক খন্দকার মোঃ রফিকুল ইসলাম, পরিবার কল্যাণ সহকারী নাজমা আক্তার খাতুন, পরিবার কল্যাণ সহকারী আনোয়ারা খাতুন, পরিবার কল্যাণ সহকারী লুৎফুন্নেসা।
 
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ গন দীর্ঘ দিন চাকরি জীবন শেষে অবসর গমন কারীদের হাতে সম্মানী ক্রেস্ট  তুলে দেন। সর্বশেষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি কটিয়াদী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান এবং উনার সহধর্মিনীর হাতে বিশেষ সম্মানী টেস্ট তুলে দেন। এ সময় কটিয়াদী উপজেলা ও উপজেলার সকল ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
 


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর