সাবেক এমএলএ আব্দুল হাকিম সরকারের ছেলে, জেলা আওয়ামী লীগ নেতা ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুকের (৫৮) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টায় তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজার নামাজ ও বিকেল তিনটায় নিজ গ্রামের বাড়ি নিজপাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
জানাজার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে মুঠোফোনে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।
আরও বক্তব্য রাখেন এসডিএফের চেয়ারম্যান, সাবেক সিনিয়র সচিব আব্দুস সামাদ ফারুক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সরকার গোলাম ফারুকের বড় ভাই মোস্তফা কামাল, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন, সিরাজদীখান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাহিদ, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওয়াজ কুরুনী, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, শেরপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী এডিএম শহিদুল ইসলাম, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা উপজেলার সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর, সহসভাপতি গোলাম কিবরিয়া বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংবাদিক হাকাম হীরা প্রমুখ।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুক। সরকার গোলাম ফারুক বর্তমান নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামালের ছোট ভাই। তিনি টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটির সদস্য ছাড়াও একাধারে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মী ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সব মহলে শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: