কিশোরগঞ্জের ইটনাতে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ 

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ৫ ডিসেম্বর ২০২৩, ১৯:২৯

কিশোরগঞ্জের ইটনাতে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ 
কিশোরগঞ্জের ইটনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ০১ কেজি গাঁজা সহ মোঃ আব্বাস মিয়া (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইটনা থানা পুলিশ।
 
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আব্বাস মিয়া ইটনা থানার ওয়ারা এলাকার মৃত আয়াত আলী মিয়ার ছেলে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ইটনা থানার এসআই মাসুদ রানা সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় সোমবার ০৪ ডিসেম্বর বিকাল ০৩:৫০ মিনিটের সময় ইটনা থানাধীন জয়সিদ্ধি ইউনিয়নের ওয়ারা সাকিনস্থ মাদক ব্যবসায়ী মো: আব্বাস মিয়ার বসড় বাড়ীতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো: আব্বাস মিয়া (৫০) কে আটক করে।
 
এসময় আব্বাস মিয়ার হেফাজত হতে ০১(এক) কেজি গাঁজা নামক মাদক দ্রব্য উদ্ধার করে বিকাল ০৪:০৫ মিনিটের সময় জব্দ তালিকামুলে জব্দ করেছে।
 
এ ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কিশোরগঞ্জের ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক মামলার আসামী আব্বাস মিয়া কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর