কটিয়াদী-পাকুন্দিয়া আসনে মনোনয়নপত্র জমা দিলেন সাংবাদিক আশরাফ আলী

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ৩০ নভেম্বর ২০২৩, ২৩:০৫

কটিয়াদী-পাকুন্দিয়া আসনে মনোনয়নপত্র জমা দিলেন সাংবাদিক আশরাফ আলী

কিশোরগঞ্জ জেলা প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি, দৈনিক যায়যায়দিন পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ পৌর গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আশরাফ আলী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২, কটিয়াদী-পাকুন্দিয়া সংসদীয় আসনে গণতন্ত্রী পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ২টায় সাংবাদিক আশরাফ আলী কিশোরগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের হাতে তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে কথা বলেন।এ সময় তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বলেন,আমি দেশের একজন নাগরিক হিসেবে সব সময় গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছি, নির্বাচনে জয় পরাজয় বড় কথা নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমি আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর