শেরপুর-১ আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মো. রাজন মিয়া, শেরপুর | ৩০ নভেম্বর ২০২৩, ২১:০৪

শেরপুর-১ আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর-১ আসনের জাকের পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জাকের পার্টির সেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আহসানুল হক আকন্দ।
 
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে শেরপুর সদর-১ আসনে জাকের পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে শেরপুর জেলার প্রধান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক  আব্দুলাহ আল খায়রুমের  কাছে এই মনোনয়নপত্র দাখিল করেন ।
 
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হযরত আলী, সাবেক ছাত্র নেতা মাহদী হাসান সিয়াম, সাইফুল ইসালম সামি, জেলা জাকের পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক মহাসিন আলী, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সজিবুর রহমান সবুজ, সেচ্ছাসেবক ফ্রন্টের জেলা নেতা আমিনুল ইসলাম প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর