পটুয়াখালীর কলাপাড়ায় বে-সরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ'র আয়োজনে, উপজেলার উপকূলীয় এলাকায় দুর্যোগ বিষয়ক- ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা টেকনিক্যাল কলেজ মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় ইউনিয়ন দুর্যোগ-ব্যবস্থাপনা কমিটি, সিপিপি, ও স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সহ এলাকার প্রায় ২'শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
ডি আর আর প্রকল্পের প্রোগ্রাম অফিসার সুজয় সরকার'র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইউকি ইউসিমোরা। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার রাজীব বিশ্বাস, অতিথী হিসেবে বক্তব্য রাখেন ডি আর আর প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর দিপক কুমার দাস। নাওভাঙ্গা টেকনিক্যাল কলেজ'র প্রিন্সিপাল জিয়াউল হক হাবিব প্রমুখ।
অফিস সূত্রে জানা যায়, উপজেলার উপকূলীয় এলাকায় এই দুর্যোগ প্রবণ মাসে জনগণকে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোসহ দুর্যোগ পূর্ব, চলাকালীন ও পরবর্তী প্রস্তুতি সহ জান মালের ক্ষতি কমিয়ে আনার জন্য এ ক্যাম্পেইন'র আয়োজন করা হয়।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: