ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে চৌধুরী নায়াব ইউসুফের নির্দেশনায় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈকত হাসানের সমন্বয়ে ও ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী শিবলী সাদিকের নেতৃত্বে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে শহরের টেপাখোলা লেকপাড় মুজিব সড়কে বিএনপি'র ঘোষিত এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা বিক্ষোভ মধ্যে মিছিল করে শহরে প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সাংগঠনিক সম্পাদক বিএম নাহিদুল ইসলাম, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ক্যাপ্টেন সোহাগ, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি কৌশিক আহমেদ অনিক, জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাদিম হাসান, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক খসরু আল মাহমুদ, কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সোহেল মুন্সী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শোভন, সহ-সাংগঠনিক সম্পাদক জিতু কোতোয়ালি থানা ছাত্রদলের ইমন বিশ্বাস বাবু সহ স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: