এক দফা এক দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচি অনুযায়ী হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় ফরিদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কেএম জাফর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম তালুকদার এর নেতৃত্বে রাজবাড়ী রাস্তার মোর সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তারা রাস্তা অবরোধ করে বসে আগামী দুই দিনের অবরোধের সফলতার স্লোগান দেন।
এ সময় মাহমুদুল হাসান, কৌশিক আহমেদ অনিক, নাদিম হাসান সহ জেলা যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিল।
ফরিদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কেএম জাফর জানান, সরকারের পতন পর্যন্ত আমাদের এ বিক্ষোভ অব্যাহত থাকবে।
আপনার মূল্যবান মতামত দিন: