দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপি-জামাতের হামলায় মাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে ট্রাকের চালক সোহেল রানা বাদী হয়ে বিএনপি-জামাতের ৪০ নেতাকর্মী ও অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা এবং বিষ্ফোরক আইনের দুটি ধারায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় আহত হয়েছে ট্রাকের চালক সোহেল রানা(৩২) ও চালকের সহকারী আজিজুল ইসলাম(২২)। এসময় উদ্ধার করা হয়েছে ৫টি ককটেল সাদৃশ্য বস্তু এবং লাঠিসোঁটা।
থানায় করা এজাহার সূত্রে জানাযায়, পাবনার নগরবাড়ি ঘাট থেকে সিমেন্ট, পেঁয়াজ ও শুটকি মাছ বোঝাই করে ট্রাকটি দিনাজপুরের উদ্দ্যেশ্যে যাচ্ছিল। সোমবার রাত আনুমানিক ২টার সময় শৌলা নামক স্থানে পৌঁছালে মহাসড়কের উপর লাঠিসোঁটা হাতে আসামীরা ট্রাকটিতে ঢিল নিক্ষেপ করে ভাঙচুর করতে থাকে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই ট্রাকটি রাস্তার পাশের খাতে পড়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ট্রাকের চালক বাদী হয়ে একটি মামলা করেছেন। ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। উদ্ধার করা ককটেল সাদৃশ্য বস্তু পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: