মাদারীপুরে ক্রেস্ট বিতরণ - শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে শনিবার সকাল ১১ টায় মাদারীপুর পৌরসভার হল রুমে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রতিনিধি সুইটি আক্তারের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি জনাব, শাজাহান খান।
বিশেষ অতিথি ছিলেন সভাপতি সুজন মাদারীপুর, রাজন মাহমুদ, মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের দপ্তর সম্পাদক ও দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার প্রতিনিধি মোঃ জুয়েল হোসেন( শাহাদাত) জি টিভির- প্রতিনিধি, টি এম, সিদ্ধিক, দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি, মোঃ রেজা হোসেন, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি, মোঃ সাইফুল ইসলাম।
আরও উপস্থিত দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি, মোঃ জাহিদ হাসান, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি মোঃ রাসেল হোসেন, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার প্রতিনিধি জনাব, গাউছুর রহমান, দৈনিক লাখকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ রাকিব হাসান, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকা উপজেলা প্রতিনিধি কাজী নাফিস ফুয়াদ, দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি মোঃ আরিফুর রহমান, দৈনিক সুর্বগ্রাম পত্রিকার প্রতিনিধি, মোসাঃ মুন্নী বেগম, দৈনিক একুশে দর্পণ পত্রিকার প্রতিনিধি ইসমাইল হোসেন সহ প্রমূখ।
প্রধান অতিথি শাজাহান খান বলেন, বাংলাদেশে হাজারের বেশি পত্রিকা দৈনিক প্রকাশিত হয়, যার মধ্যে কিছু পত্রিকা ৩০ বছর ৪০ বছর ও হয়ে গেছে, এখনো মাঠে তেমন পরিচিত লাভ করতে পারে না-ই। এ পত্রিকাটি ৬- বছর পেরিয়ে ৭ বছর পদার্পণ করেছে, এর মধ্যে জনগণের অনেক জনপ্রিয়তা অর্জন করেছে । ভবিষ্যতে পত্রিকাটি অনেক দূর এগিয়ে যেতে পারবে বলে আশা করছি।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: