বালিয়ানে হতদরিদ্রদের স্বল্পমূল্যের খাদ্যশস্য বিতরণে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি | ২১ নভেম্বর ২০২৩, ১৯:৫৫

বালিয়ানে হতদরিদ্রদের স্বল্পমূল্যের খাদ্যশস্য বিতরণে অনিয়মের অভিযোগ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের মোহাম্মদ নগর বাজারে হতদরিদ্রদের স্বল্পমূল্যের খাদ্যশস্য বিতরণে অনিয়মের অভিযোগ রয়েছে।
 
খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পযন্ত এ বিতরণ চলে।গরীব হতদরিদ্রদের মাঝে চাল প্রতি কেজি ১৫ করে প্রতি মাসে কার্ড প্রতি ৩০ কেজি করে বিতরন করেন ডিলার দিদারুল আলম টিটু। কার্ডধারীর সংখ্যা মহিলা ১৭৩ জন, পুরুষ  ৩২৯ জন।
 
জানা যায়, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গরিব হতদরিদ্র দের মাঝে চাল বিতরন অব্যাহত রেখেছেন।একটি মহল আওয়ামী যুবলীগের দোহাই দিয়ে এই অনিয়ম দূর্নীতি চালিয়ে যাচ্ছে। ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও বিতরণ করছে ২৬ কেজি।৭ নং ওয়ার্ডের ডিলার মজিবুর রহমানের ইন্দনে অনিয়ম দূর্নীতি মূলহোতা। এলাকার জনগণ ডিলারের বিরুদ্ধে একাধিক অভিযোগ দিয়েছেন।এ ব্যাপারে প্রশাসন কোন ভূমিকা রাখেন।
 
আরও জানা যায় যে, জনগনের একাধিক অভিযোগে খাদ্য গুদাম কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করেন। 
 
ব্যবসায়ী নাজমুল বলেন, আওয়ামী লীগের দোহাই দিয়ে এই অনিয়ম দূর্নীতি করে যাচ্ছে দীর্ঘদিন ধরে।
 
ইউনিয়ন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বলেন,আমাদের নেত্রী শেখ হাসিনা গরিব মানুষের অল্প মূল্য চাল দিয়েছেন। সেই চাল ৩০ কেজি স্থলে ২৬ কেজি বিতরণ করছে ডিলার টিটু ও মজিবুর।
 
কার্ডধারী লাইলি বেগম বলেন,আমাকে ৩০ কেজির স্থলে ২৬ কেজি দিয়েছে।আমি গরীব মানুষ আমাকে চাল কম দিয়েছে ডিলার।তার সঠিক বিচার দাবি করছি।
 
ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, চাল কম দেওয়ার মূলহোতা ডিলার মজিবর। 
 
দত্তপাকুটিয়ার সমাজসেবক তৈয়ব উদ্দিন বলেন, ৭ নং ওয়ার্ডের ডিলার মজিবুর রহমান কারসাজিতে এই অনিয়ম দূর্নীতি হচ্ছে। 
 
ডিলার দিদারুল আলম টিটু বলেন,আমি চাল কোন কম দেইনি। কার্ড প্রতি ৩০ কেজি করে চাল বিতরন করেছি।
 
ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মিজানুর রহমান পলাশ মহোদয়কে একাওবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। 
 


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর